গাজীপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২
গাজীপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় ওই পরীক্ষার্থীর অপর দুই বন্ধু আহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশতিয়াক (১৭) নড়াইলের লোহাগড়া থানার চর বালিদিয়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে গাজীপুরের জয়দেবপুরের রাণী বিলাশমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জিএমপির সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন উত্তর বিলাশপুর এলাকার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো মবিন ইশতিয়াক। আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের উত্তর বাঙ্গালগাছ ব্রিজ এলাকার রানার বাসার পাশে পাঁচ বন্ধুর সঙ্গে বৃষ্টির মধ্যে মোবাইল ফোনে সেলফি তুলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ইশতিয়াক ও তার অপর দুই বন্ধু সুষ্ময় দাস (১৭) ও সৌরভ সাহা (১৭) আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মবিন ইশতিয়াককে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক। হতাহতরা সবাই একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে।
এদিকে, একইদিন দুপুরে জেলার কাপাসিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেস। তিনি স্থানীয় বাঘিয়া উত্তরপাড়া গুচ্ছ গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে পারভেজ (৩২)। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান খান জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশের দেওনা দক্ষিণপাড়া এলাকার বাটাজোড় বিলে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায় পারভেজ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন পারভেজ। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে।