গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বহুতল ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় নিজাম উদ্দিনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দুলাল মিয়া (৪২)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় মৃত নিজাম উদ্দিনের তিন ছেলে আমিনুল, আজিজুল ও নুরুল ইসলামের মালিকানাধীন ভবনে তিনতলায় রং করার সময় পাশের বিদ্যুতের উচ্চক্ষমতা সম্পন্ন তারে তার মাথা লেগে গেলে বিদুৎপৃষ্টে তিনি মারা যায়। সেখানেই প্রায় ঘণ্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রশি দিয়ে বেঁধে মরদেহ নামিয়ে এনে শ্রীপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইফতেখায়রুল হাসান রায়হান চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রি মারা যাওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুতের তার থেকে ভবনের দূরত্ব দেড় থেকে দুই ফুট। রংয়ের কাজ করার সময় অসাবধানতা বশত এ দুর্ঘটনা ঘটেছে। তবে কাজের সময় নিরাপত্তা বজায় রেখে বা ঝুঁকি বিবেচনায় ওই স্থানে কাজ না করালে এ দুর্ঘটনা ঘটত না।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’