আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু সহোদরের মৃত্যু
বাবা-মা দুজনেই কাজ করেন। সব সময়ের মতো আজ বুধবার (১২ এপ্রিল) সকালেও কাজের উদ্দেশে বের হয়ে যান তারা। বাড়ির পাশের ছাতার কারখানায় কাজ করা মা সঙ্গে নিয়ে যান দুই ছেলেকে। কারখানার পাশের একটি বাড়িতে ছিল আমগাছ। কউকে কিছু না বলে আম পাড়তে শিশু দুটি চলে যায় সেখানে। আমগাছে থাকা বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ যায় ওই দুই সহোদরের। ঘটনাটি রাজধানীর ডেমরার বামৈলের ব্যাংক কলোনি সাধুর মাঠ এলাকার।
আজ দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিয়ান মিয়া (৮) ও রায়হান মিয়া (২) নামে ওই দুই সহোদর। পরে, অচেতন অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৩টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুই সহোদরের বাবা রিকশাচালক মারফত মিয়া জানান, সকালে তিনি রিকশা চালাতে বের হন। শিশুদের মা এ্যানি বেগম নিজের কর্মস্থলে যান। দুই সন্তান আরিয়ান ও রায়হান মায়ের সঙ্গে যায়। দুপুরে দিকে তিনি খবর পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে শিশু দুটি। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে, সেখান গিয়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন মারফত মিয়া।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াসির আরাফাত জানান, বাসার জানালা দিয়ে দেখি, আমগাছের নিচে উপুড় হয়ে পড়ে আছে শিশু দুটি। সন্দেহ হলে সেখানে গিয়ে দেখি, অচেতন অবস্থায় পড়ে আছে তারা। তাদের শরীরে বিদ্যুতের তার জড়ানো। তখন আশপাশের লোকজনের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দুই ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’