ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামে ইঁদুর মারার জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। সম্প্রতি পাশের ঘেরের মালিক জব্বার আলীর ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআইতারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন।
শনিবার সন্ধ্যার পর জব্বার আলী ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে তিনি নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের মাছের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।