ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে উপজেলার বিন্নাডাংগী ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে অজ্ঞাত ওই যুবক ট্রান্সফরমার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে ওঠেন। এ সময় তিনি হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ভোরে স্থানীয় বাসিন্দারা একটি ট্রান্সফরমারের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব চুরির ফলে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, অন্যদিকে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার সতর্কতা জারি করলেও সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমার চুরি রোধে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ