মানিকগঞ্জে পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার দীর্ঘ এক মিনি ম্যারাথন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের বেওথা এলাকা থেকে শুরু হয়ে গিলন্ড এলাকায় গিয়ে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা।
ম্যারাথনে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী অংশ নেন। শীতের সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দৌড়ে তরুণ-তরুণীদের পাশাপাশি বয়স্ক ও নারী দৌড়বিদদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শহরবাসীর মাঝেও এই আয়োজনটি ঘিরে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, নিয়মিত শারীরিক চর্চা ও সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
ম্যারাথন শেষে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এই ম্যারাথনের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ