কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই বাইয়ের মরদেহ। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরু খান—(৬০) এবং তাঁর ছোট ভাই ফজলু খান (৫৫)।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রথমে স্পৃষ্ট হন বড় ভাই নুরু খান। নুরু খানের আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে ছোট ভাই ফজলু খান দৌড়ে গেলে তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ