ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইজোড়া গ্রামে মো. আবু সালেহ আকন নামের এক ব্যক্তি তার ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পার্শ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে ইমরান তার মা রিপা বেগমের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত ইমরান ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মায়ের চিৎকার শুনে স্বজনরা ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : সরকার-ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি
নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুতিক ফাঁদ পাতা ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মারা গেল।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিল।
আরও পড়ুন : সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ১২৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির বিস্তারিত অনুসন্ধান চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)