গাজীপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/11/04/rangpur-news-pic.jpg)
গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি শাকিল। ছবি : এনটিভি
যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে ধর্ষণ মামলার আসামিকে তথ্যপ্রযুক্তির সাহায্যে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার মাওলানা সলিমপুর মোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মৌলবিপাড়ার মোহাম্মদ শাকিল (২০) ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন। ওই দিনই শিশুর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে গাজীপুরের শ্রীপুর সলিমপুর মোড় এলাকা থেকে র্যাবের সহযোগিতা নিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।