ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগনেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর ছাত্রলীগের যু্গ্ম আহ্বায়ক তাজবির আহম্মেদ খান অজন্তকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ফেব্রুয়ারি) গভির রাতে আখাউড়া থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, অজন্ত পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আখাউড়া থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা ছিল।
আখাউড়া থানার উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে অজন্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, অজন্ত নামে এক ছাত্রলীগনেতার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।