গাজীপুরে শিশু শিক্ষার্থীদের সঙ্গ দিলেন থাই রাষ্ট্রদূত
গাজীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস ম্যাকাওয়াদি সুমিতমর। আজ মঙ্গলবার তিনি মহানগরীর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন।
থাই রাষ্ট্রদূতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন থং প্রাউন, দুয়ানসিব পদ্মসুন্দরা কলিন, বাদসারা সাদেনগ্রিথ ও আকরাম হোসাইন।
প্রতিনিধিদলটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা সিস্টেম, বিদ্যালয়ের ছাদ বাগান ও শ্রেণিকক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তারা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা স্কুলটি পরিদর্শনকালে প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্যসেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাকির উদ্দিন আহমেদ এবং প্রধান শিক্ষক শাহরিন সুলতানা উপস্থিত ছিলেন।
এর আগে থাইল্যান্ডের প্রতিনিধিদলটি সকাল ১০টার দিকে বিদ্যালয়ে এসে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানানো হয়। প্রতিনিধিদলটি প্রায় দেড় ঘণ্টা বিদ্যালয়ে অবস্থান করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, থাইল্যান্ডের রানির অর্থায়নে ২০১৩ সালে ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলায় তিনটি শ্রেণিকক্ষ নির্মাণ করে বর্ধিত করা হয়। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজিং সিস্টেম ও ছাদ বাগান নির্মাণ করা হয়।