গুলিস্তানে বিস্ফোরণ : ভবনের মালিকসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ২১ জন মৃত্যুতে গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনের দুই দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের দুই দিনের রিমান্ড শেষে হাজির করে পুলিশ। এরপর আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ মার্চ আসামিদের দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন একই আদালতের বিচারক।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সহদর।
নথি থেকে জানা গেছে, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।