গুলিস্তানে ময়লার গাড়ির চাপায় নটর ডেমের শিক্ষার্থী নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি নাঈমকে চাপা দেয়। আজ বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান।
এসআই বলেন, নাঈম হাসান নটর ডেম কলেজের শিক্ষার্থী। শুনেছি, সে কলেজের দিকে যাচ্ছিল। রাস্তা পার হচ্ছিল পুলিশ বক্সের পাশ দিয়েই। এমন সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি নাঈমকে চাপা দেয়।
ওবায়দুর রহমান বলেন, ‘সঙ্গে সঙ্গেই আমি নাঈমকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু, তার ২০ মিনিট পর জানতে পারি তিনি মারা গেছে। হয়তো সে ঘটনাস্থলেই মারা যায়। পরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’
এ ঘটনায় ময়লার গাড়িটির চালক রাসেলকে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করে পল্টন থানায় রাখা হয়েছে বলে বলেও জানান ওবায়দুর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘নাঈম হাসানকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তাঁর লাশটি মর্গে রাখা হয়েছে।’