গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আমদানি, আয়কর কর্মচারী গ্রেপ্তার
চট্টগ্রাম কাস্টম হাউসে একটি বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আমদানির ঘটনায় আয়কর বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আগ্রাবাদ এলাকা থেকে অস্ত্র চালানের প্রাপক মজুমদার কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার আব্দুল ওয়ারিশ এসব তথ্য জানিয়েছেন।
এর আগে বন্দর থানায় অস্ত্র ও গুলির প্রেরক রাজিব বড়ুয়া ও প্রাপক মজুমদার কামরুল হাসানকে আসামি করে মামলা করেন রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।
গত রোববার কাস্টম হাউসে বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের একটি চালান আসে। কার্টনভর্তি চালানটি কাস্টমসে পরীক্ষা-নিরীক্ষার সময় সন্দেহ হলে এটি খুলে কায়িক পরীক্ষা করা হয়। এ সময় কার্টনটিতে চারটি পিস্তল পাওয়া যায়।