গোপালগঞ্জে কবির হত্যার মূলহোতা হাসান গ্রেপ্তার
গোপালগঞ্জে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে কবির সরদার হত্যার মূলহোতা হাসান শেখকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার সকালে যশোরের অভয়নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাসান শেখের বাড়ি ভোজেরগাতী গ্রামে। হাসান শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিরকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।
আগামীকাল হাসানকে আদালতের পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন করা হবে বলেও জানান ওসি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় হাসান শেখ (২৫) ও টিটু সরদার (১৭) সঙ্গীয় কয়েকজন মিলে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। এক পর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আরোজ আলী সরদার বিষয়টি মীমাংসা করে দেন।
এর কিছু সময় পর প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাসান শেখ টিটু সরদার ও কবির সরদারকে কুপিয়ে আহত করে। পরে আহত দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ও পরিবারে সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কবির সরদার মারা যান। অন্যদিকে আহত টিটু সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, এ ঘটনার পর দুই দফায় আসামি পক্ষের লোকজনের পাঁচটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ব্যাপক ক্ষতি করে।