গোপালগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
গোপালগঞ্জে জান্নাতুল ফেরদাউস জান্নাতী (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত জান্নাতীর মুখে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তিনি হাটবাড়িয়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী এবং করপাড়া আলিম মাদ্রাসার আয়া ছিলেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত জান্নাতীর শিশু কন্যা তাসিন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশে বাইরের বাথরুমে যান। এ সময় টিনের চালে আঘাতের শব্দ পেয়ে ভয়ে সে ও তার ভাই শিশু তাহামিদ ঘুমিয়ে পড়ে। সকালে উঠে তার মাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তারা। পরে বাথরুমের মধ্যে মৃত অবস্থায় তার মাকে পাওয়া যায়। ঘরের ভেতর চাল ছড়ানো ছিটানো দেখতে পায়। তার মায়ের নাক এবং কানের দুল ছিল। কিন্তু কে বা কারা তা নিয়ে গেছে, তারা বলতে পারে না। নিহত জান্নাতীর স্বামী ঢাকায় প্রাইভেটকার চালান। তিনি ঢাকায় রয়েছেন।
ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন সরদার বলেন, লাশটি উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে কী ঘটনা ঘটেছে।