গোপালগঞ্জে চাচা-ভাতিজার হাত-পায়ের রগ কেটে নিল দুর্বৃত্তরা
গোপালগঞ্জে চাচা ও ভাতিজার হাত-পায়ের রগ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। আহতেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর গ্রামের মধুমতি নদীর পাড়ে ওই চাচা-ভাতিজার রগ কেটে কুপিয়ে জখম করা হয়।
পুলিশ ও হাসপাতালসূত্রে জানা যায়, হামলার শিকার হাসমত আলী শেখ (৬০) এবং তাঁর ভাইয়ের ছেলে (ভাতিজা) অহিদ শেখকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটু শেখ ও ওলিয়ার শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জেরে লিটু শেখ গ্রুপের সদস্য অহিদ শেখ ও হাসমত আলী শেখ হামলার শিকার হয়েছেন।
আহত অহিদ শেখের চাচাতো ভাই মহিউদ্দিন শেখ জানান, বুধবার সন্ধ্যায় ওই চাচা-ভাতিজা এলাকার একটি ইট ভাটার কাছে পৌঁছালে তাঁদের ওপর হামলা হয়। এ সময় অহিদ শেখের দুই হাত এবং দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। একই সঙ্গে তাঁর মাথায় কুপিয়ে জখম করা হয়। এ সময় অহিদের চাচা হাসমত আলী শেখের এক পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। শেখ ও শিকদার গ্রুপের দ্বন্দ্বে এমনটি হয়েছে বলে মহিউদ্দিনের অভিযোগ।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান এনটিভি অনলাইনকে জানান, লিটু শেখ ও ওলিয়ার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তার জেরে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।