সাভানা রিসোর্ট সচল রেখে রক্ষণাবেক্ষণ করা হবে : জেলা প্রশাসক
আদালতের নির্দেশে রিসিভারের মাধ্যমে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সচল রেখে রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
আজ সোমবার (১০ জুন) দুপুরে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক), কৃষি ও মৎস্য কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক পার্কটি পরিদর্শন করে এ ঘোষণা দেন। জেলা প্রশাসক আজ পুরো রিসোর্টটি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে রিসিভার নিয়োগের কথা জানিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় স্পেশাল জজের রায়ের পরিপ্রেক্ষিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সব কিছু ক্রোক করা হয়েছে। ইতোমধ্যে দুদককে সঙ্গে নিয়ে সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় ক্রোক আদেশটি জারি করা হয়। আদালতের রায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকে রিসিভার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া পুকুর এবং জলাশয়গুলো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।
জেলা প্রশাসক আরও বলেন, রিসোর্টটি ঘুরে দেখলাম এখানে কী কী সুযোগ-সুবিধা আছে। যেহেতু এটাকে শুধু ক্রোক করা হয়নি, এটাকে সচল রেখে রক্ষণা-বেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে—তাই এটাকে আমরা দ্রুত চালু করব। এখান থেকে যাতে রাজস্ব আয় হয়, মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয়—সে ব্যবস্থা করা হবে।