অবশেষে দুয়ার ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
বলিউডের শক্তিশালী জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দীপাবলি উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন। প্রথমবারের মতো, তাদের মেয়ে দুয়ার ছবি প্রকাশ্যে আনলেন এই জুটি। দীপাবলিতে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পারিবারিক ছবি শেয়ার করেছেন, সেখানে দীপিকা ও রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গিয়েছে।
দুয়ার ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আনন্দে ফেটে পড়েন। অনুরাগী থেকে সেলিব্রিটিরা সকলেই ছোট্ট দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, ‘ও মাই গড’। অভিনেত্রী হানসিকা মোতওয়ানি পোস্টটিতে মন্তব্য করে লিখেছেন, ‘খুব সুন্দর’। অভিনেত্রী গওহর খান লিখেছেন, ‘আশীর্বাদ। ঈশ্বর আপনার পরিবারকে ভালোবাসা, আলো, সুরক্ষা এবং সমৃদ্ধি দান করুন’।
একজন ভক্ত লিখেছেন, ‘সবচেয়ে মিষ্টি দীপাবলির উপহার’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘দুয়া দেখতে ঠিক মায়ের মতো’।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। গত বছর গণেশচতুর্থীর পরের দিনেই ইনস্টাগ্রামে মেয়ের নাম ‘দুয়া’ জানিয়েছিলেন তিনি, দিয়েছিলেন ছোট্ট পায়ের ছবি। ঠিক এক বছর পর দীপাবলিতেই মুখ প্রকাশ করে যেন পূর্ণতা দিলেন সেই মুহূর্তকে।

বিনোদন ডেস্ক