গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেন ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ শেখ (৩৮), পুলিশ সদস্য মহসিনসহ (৪০) উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা স্থানীয় বিষ্ণুপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের এসআই মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন। তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য কলাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার দেলোয়ার ফকির ও ৮ নম্বর ওয়ার্ড মেম্বার তুষার চন্দ্র বাড়ৈকে দায়িত্ব দেন। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির কারণে মীমাংসার বিষয়টি স্থগিত হয়ে যায়।
আজ বুধবার ঈদের দিন সকাল ৮টার দিকে পাড়াকাটা গ্রামের পশ্চিম পাড়ার কিশোর সজল গাইনের সঙ্গে একই গ্রামের পূর্বপাড়ার জামাল মল্লিকের কথা কাটাকাটি, চড়থাপ্পর ও মারামারির ঘটনা ঘটে। এরপর গ্রামের পূর্ব ও পশ্চিমপাড়ার লোকজন দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়।
আহতদের মধ্যে ১০ জনকে কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের সময় পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর জেলার প্রশাসনের পদস্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’