বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১
 
          বরিশালে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এনটিভি        
          ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বেদে সম্প্রদায়ের লোকজন নিয়ে বরিশালের উদ্দেশে যাওয়া একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুজন নিহত ও ২১ জন আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে পড়া ট্রাকের যাত্রী বেদে সম্প্রদায়ের ২৩ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠায়।
বিপুল হোসেন আরও বলেন, হাসপাতালে পাঠানো ২৩ জনের মধ্যে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

 
                   আকতার ফারুক শাহিন, বরিশাল
                                                  আকতার ফারুক শাহিন, বরিশাল
               
 
 
 
