উপদেষ্টার সেতু উদ্বোধনের আগেই হামলায় অনুষ্ঠান পণ্ড
বরিশালের মুলাদীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধনের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই সেতু উদ্বোধনের সময় দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা ফলক ভেঙে ফেলে, সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে এবং লালগালিচা নিয়ে যায়। এতে উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতুর নাম পরিবর্তন ও সেতু নির্মাণ উদ্যোক্তাদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় নাজিরপুর ও রামারপোল গ্রামের সাধারণ মানুষ এই হামলা চালিয়েছে। পরে মুলাদী থানা ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে কর্মকর্তারা সেতু উদ্বোধন না করে ফিরে যান।
প্রত্যক্ষদর্শী কাচিচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম বলেন, উদ্বোধনের জন্য সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা সেতুর পশ্চিম প্রান্তে উপস্থিত হন। সকাল ১০টার দিকে স্থানীয় দুই শতাধিক জনতা পূর্বপাড় থেকে মিছিল নিয়ে এসে প্রথমে ফলক ভেঙে ফেলেন। পরে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন এবং লালগালিচা নিয়ে যান।
হামলার মূল কারণ হিসেবে স্থানীয়রা উল্লেখ করেছেন, নাজিরপুর-রামারপোল সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ হিসেবে উদ্বোধনের চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, সেতুর নাম পরিবর্তন এবং মূল নির্মাণ উদ্যোক্তাদের বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকার সঙ্গে নাজিরপুর উপজেলার যোগাযোগ উন্নত করার লক্ষ্যে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদীর ওপর নাজিরপুর-রামারপোল সৌহার্দ্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক মজনু। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর চলতি বছরে মূল সেতু নির্মাণ শেষ হয়। সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ রেখেই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আয়মন হাসান রাহাত মন্ত্রণালয় থেকে সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখার সিদ্ধান্ত নেন। ৬ ডিসেম্বর সেতু উদ্বোধনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব অনলাইনে যুক্ত হওয়ার কথা থাকলেও, স্থানীয়দের হামলার কারণে অনুষ্ঠান স্থগিত হয়। সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক মজনুসহ স্থানীয় অনেককে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের হামলা ও ভাঙচুরের কারণে আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু উদ্বোধন অনুষ্ঠান পণ্ড হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের দিন নির্ধারণ করেছিল। তবে স্থানীয়রা নাম পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। শনিবারের হামলার কারণে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি।

আকতার ফারুক শাহিন, বরিশাল