মিনিয়াপোলিসে টাউন হল সভায় ইলহান ওমরের ওপর হামলা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি ইলহান ওমর হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) মিনিয়াপোলিসে আয়োজিত টাউন হল সভা চলাকালে এক ব্যক্তি তার ওপর অজ্ঞাত একটি পদার্থ স্প্রে করে। এ সময় উপস্থিত নিরাপত্তাকর্মী ও দর্শকরা তাকে ধরে ফেলেন।
রয়টার্স জানায়, এই হামলায় ইলহান ওমর আহত হননি। তবে কর্তৃপক্ষ এখনও জানায়নি কী ধরনের পদার্থ স্প্রে করা হয়েছিল বা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না। খবর আল জাজিরার।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীকে মেঝেতে ফেলে ধরে তার হাত পেছনে বেঁধে রাখা হয়েছে। এ সময় দর্শকদের একজনকে বলতে শোনা যায়, ওহ মাই গড, সে তার ওপর কিছু স্প্রে করেছে।
হামলাকারীকে সভাকক্ষ থেকে বের করে দেওয়ার পর ইলহান ওমর আবারও সভা চালিয়ে যান।
হামলার ঠিক আগে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিলুপ্ত করার আহ্বান জানান এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেন।
ওই হামলাকারী বলেন, আইসিইকে সংস্কার করা সম্ভব নয়।
মিনিয়াপোলিস পুলিশ এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে তথ্য জানায়নি।
হোয়াইট হাউসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক