বিষপান করে গাছতলায় শুয়ে ছিলেন জান্নাত
প্রেম করে বিয়ের চার মাসের মাথায় প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়ায় আগাছানাশক বিষপান করে পার্কের গাছতলায় শুয়ে ছিলেন গৃহবধূ জান্নাত। বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
গৃহবধূ জান্নাতের পাশ থেকে একটি কাফনের কাপড়, আগরবাতি ও বিষের খালি বোতল উদ্ধার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।
ওসি বলেন, গৃহবধূ জান্নাতকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যায় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জান্নাতের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকায়। প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগরও একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা।
পার্কে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, পার্কে এক তরুণী অনেকক্ষণ ঘোরাফেরা করেন। এরপর আমরা তাকে একটি বেঞ্চে বসে থাকতে দেখি। এরপর কিছু লোকজন জানায় যে পার্কে একজন বিষ খেয়ে গাছতলায় শুয়ে আছে। তখন কাছে গিয়ে তার পাশে একটি কাফনের কাপড়, আগরবাতি ও খালি বিষের বোতল দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
শেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, রোগী জান্নাত আগাছানাশক প্যারাকুইড পান করেছেন। এমন ঘটনায় বেশিরবাগ সময় রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জান্নাত বলেন, প্রেম করে গত চার মাস আগে আমরা বিয়ে করি। বিয়ের চার মাসের মাথায় বিনা কারণে আমাকে তালাক দেয় স্বামী প্রকৌশলী সাগর। এরপর আমি নিজ পরিবারে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি।
ওসি অসীম কুমার সিকদার বলেন, আমরা ওই তরুণীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল