বাসের ধাক্কায় ট্রাক্টর চালকসহ নিহত ২
গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শনিবার দুপুরে দুর্ঘটনা ঘটে। ছবি : ইউএনবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় ট্রাক্টর চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক জুহিন (৩৫) ঘোড়াঘাটের রানীগঞ্জের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঢাকামুখী মোল্লা পরিবহণের একটি বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের চালকসহ অজ্ঞাত পরিচয় আরেকজন নিহত হয়েছেন। তার পরিচয় উদ্ধারে আঙুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডি টিম তলব করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)