ভিয়েতনামে বাস উল্টে নিহত ৯
ভিয়েতনামের উত্তরাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির লাও কাই প্রদেশের ফিনহ হো কমিউনের একটি দীর্ঘ ঢালু রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই রাজধানী হ্যানয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক। তারা লাও কাই প্রদেশে একটি দাতব্য সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ভিয়েতনামে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, যার প্রধান কারণ হিসেবে সাধারণত চালকদের বেপরোয়া গতি কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)