গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী আলতা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও সাতজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গাছবাড়ি গ্রামের আজাহার আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত মাইক্রোবাস ফাঁসিতলা থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৮ জন যাত্রী আহত হন। গুরুতর আহত আলতা বেগমকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- মোছা. স্বপ্না বেগম, মোছা. সাজিয়া বেগম, রনি, আশামনি, মো. রফিক, আনোয়ারা ও আরাফাত মিয়া। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ঘাতক মাইক্রোবাসটি দ্রুতগতির হওয়ায় ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)