সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা চুরি-টিউবওয়েল ভাঙচুর
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় চোরচক্র বিদ্যালয়ের একটি টিউবওয়েলও ভেঙে ফেলে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাগুলো নেই এবং টিউবওয়েলটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। চোরচক্র অত্যন্ত কৌশলে ক্যামেরাগুলো খুলে নিয়ে যাওয়ায় বর্তমানে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র সরকার চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)