গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সোহাগ মোল্যা (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক দিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া থেকে ট্রাক নিয়ে সোহাগ মোল্যা গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। হরিদাসপুর সেতুর পূর্ব পাশে পৌঁছালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ট্রাকচালক সোহাগ মোল্যা গুরুতর আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সোহাগ মোল্যাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত সোহাগ মোল্যা সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া চরপাড়া গ্রামের শহীদ মোল্যার ছেলে।