গোপালগঞ্জে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে লুৎফর রহমান মোল্লা (৫০) নামের এক এ ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান মোল্লা চরকুশলী গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে। তিনি সুদে টাকা খাটাতেন বলে জানিয়েছে পুলিশ।
লুৎফর রহমানের ছেলে সজিব মোল্লা বলেন, ‘আমার বাবার সঙ্গে এলাকার কোনো মানুষের শত্রুতা ছিল না। গতকাল রাত ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার থেকে আশ্রয়ণ এলাকার একটি দোকানে চা খেতে বসেন। এর মধ্যে কে বা কারা তার মেবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নেয়। রাত ১১টার দিকে চরকুশলী গ্রামের রমজানের বাড়ির রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জানান, লাশের মাথার পেছনে, মুখ ও চোখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেখে মনে হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।