গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় হোসাইন নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন গোপীনাথপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
নিহতের মামা সাগর খানের বরাত দিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মো. ফারুক হোসেন জানান, সন্ধ্যার দিকে হোসাইন বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক হোসাইনকে ধাক্কা দেয়। ফলে সে পড়ে যায়। এ সময় ইজিবাইকটি তার শরীরের ওপর দিয়ে উঠে যায়। এতে হোসাইন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের মৃত্যু হয়।