পদ্ম ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্ম ফুল তুলতে গিয়ে একই পরিবারের তিন ভাইয়ের চার মেয়ের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইশাদুলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম (১৪), শামাদুলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও আছিয়া (১১) এবং শাহারুলের মেয়ে আলসিয়া (১০)
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম ফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর