গোপালগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আজ মঙ্গলবার দিনব্যাপী টুঙ্গিপাড়া উপজেলার জিটি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে এ মেডিকেল টিম ২৫০ রোগীকে চিকিৎসা দেয়।
আজ বেলা সাড়ে ১১টার দিকে গিমাডাঙ্গা টুঙ্গীপাড়া (জিটি) মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান।
এ সময় ১৪ ইস্ট-বেঙ্গলের কমান্ডিং অফিসার মো. আলমগীর হোসেন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।