গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অছিকার রহমান সরদারকে (৬৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন।
এ সময় মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। মুত্যুদণ্ডপ্রাপ্ত অছিকার রহমান সরদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের মৃত সেকেন্দার সরদার ওরফে সেকেন সরদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান সরদার বিধবা জরিনা বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ২০০০ সালে তাঁকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাত করার পর তাঁর ভরণপোষণ বন্ধ করে দেন। ভরণপোষণের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেন। জরিনার হাত-পা ধরে কৌশলে অছিকার এ মামলা থেকে ২০০৫ সালের ৪ জুন জামিনে বেড়িয়ে আসেন। পরে ২০০৫ সালের ৭ জুন গভীর রাতে জরিনা বেগমকে হত্যা করে টুঙ্গিপাড়ার হাজিরখালে ভাসিয়ে দেন। পরে ৮ জুন সকালে হাজিরখাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওইদিনই নিহত জরিনার ভাই মো. দাউদ সিকদার বাদী হয়ে নয় জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালীন এক আসামির মৃত্যু হয়।
দীর্ঘ তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক মো. সোহরাব হোসেন আট আসামির বিরুদ্ধে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক মো. আব্বাস উদ্দীন আজ সোমবার এ রায় দেন।