গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
মানিকগঞ্জ পৌর এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. রাশেদ, তার স্ত্রী মোছা. সোনিয়া আক্তার এবং তাদের আড়াই বছরের শিশু রিফাত ও কর্মচারী ফারুক হোসেন।
দগ্ধ অবস্থায় ওই পরিবারের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। কর্মচারী ফারুক হোসেনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, রাশেদ ৮৫ শতাংশ, সোনিয়া ২০ শতাংশ ও শিশু রিফাত ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) বশির আহমেদ বলেন, রাতে দরজা-জানালা বন্ধ করে গ্যাসের লাইন চালু রাখা হতে পারে। পরে কোনো কারণে আগুন জ্বালানোর পর বদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।