গ্যাসের সমস্যা সমাধান করা হয়েছে : তিতাস
তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীতে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধের সমস্যার সমাধান হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তিতাসের ডিজিএম প্রকৌশলী শাখাওয়াত হোসেন মুঠোফোনে এনটিভি অনলাইনকে এতথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোরের আগেই এই সমস্যার সমাধান করা হয়েছে।’
শাখাওয়াত হোসেন আরও বলেন, ‘সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ার (ওভার-ফ্লো) কারণে এ সমস্যার তৈরি হয়েছিল। আমাদের জরুরি ও টেকনিক্যাল টিম রাতভর কাজ করে সমস্যার সমাধান করেছে। ভোরের আগেই রাজধানীর সব এলাকার সমস্যা সমাধান হয়েছে।’
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিক থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাসের লাইন থেকে গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অনেককে পোস্ট দিতে দেখা গেছে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেয়াশলাই না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়।
পরে গতকাল রাতে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কারণ জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে।’
এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রণালয় বলেছিল, ‘তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।’
পোস্টে তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬ তুলে ধরা হয়েছে।