চট্টগ্রামে পরিবহণ সচল, বন্দর অচল
পণ্য পরিবহণ মালিক ও শ্রমিকদের চার দিন ধরে টানা কর্মবিরতির ফলে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। অপরদিকে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করায় আজ সোমবার সকাল থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করে চলাচল করছে গণপরিবহণ।
মালিক ও শ্রমিকদের টানা কর্মবিরতির কারণে পণ্য পরিবহণ সচল না হওয়ায় চট্টগ্রাম থেকে কোনো ধরনের পণ্য পরিবহণ হচ্ছে না। এদিকে সিএনজিচালিত সিটি বাসের ভাড়া বাড়ানো না হলেও তারা ৫০ শতাংশের বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।
ধর্মঘট ও কর্মবিরতির পর চট্টগ্রামে গণপরিবহণ সচল হলেও পণ্য পরিবহণ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর।
আমদানিকারকরা জানিয়েছেন, আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য বন্দরে আসতে না পারায় জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে কিলোমিটারপ্রতি বর্ধিতভাড়া মহানগর ও আন্তজেলা নতুন করে নির্ধারণের পর সিএনজিচালিত সব ধরনের যানবাহন বর্ধিত ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।
বাসমালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান জানান, ডিজেলচালিত গণপরিবহণে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম ভাড়া বাড়ানো হয়েছে। তবে সিএনজিচালিত হিউম্যান হলার, টেম্পু, সিটি বাসগুলো বেশি ভাড়া আদায় করছে। এদের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই বলেও জানান তিনি।
লাগাতার পণ্য পরিবহণ ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের আমাদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য বন্দরে প্রবেশ বন্ধ থাকায় উদ্বিগ্ন আমদানি ও রপ্তানিকারকরা।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার চলাচল বন্ধ রাখায় বন্দরের এখনো পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। এ অচলাবস্থার দ্রুত অবসান চান তারা। আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য বন্দরে ঢোকা বন্ধ হওয়ায় বন্দরে জাহাজ ও কনটেইনার জটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই অবস্থায় উদ্বিগ্ন বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইন উদ্দীন জানান, মালিকরা তাদের গাড়ি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম পণ্য পরিবহণ মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান সাফ জানিয়ে দেন, পণ্য পরিবহণের ভাড়া না বাড়ানো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।