চট্টগ্রামে ভাসমান লোকদের টিকা দেওয়া শুরু
বন্দর নগরী চট্টগ্রামে ভাসমান ও ছিন্নমূল প্রায় লক্ষাধিক মানুষকে করোনার ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পাঁচটি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন চট্টগ্রামে পাঁচ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে লক্ষাধিক মানুষকে এ টিকা দেওয়া হবে।
নগরীর রেলওয়ে চত্বরে ছিন্নমূল মানুষের মধ্যে করোনা ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন ও ডা. ফজলে রাব্বি বক্তব্য দেন।
ভাসমান এসব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রেলওয়ে চত্বরের পাশাপাশি নগরীর সিআরবি ফলমণ্ডি, সাগরিকা সিডিএ, খাতুনগঞ্জ বাকলিয়া ও অক্সিজেন এলাকায় এসব ভ্যাক্সিন দেওয়া হয়। বিভিন্ন কেন্দ্রে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শ্রমিক, কুলি, রিকশাচালকসহ ১৮ বছরের বেশি বয়সী লোকজন আইডি কার্ড ছাড়া টিকা নিতে পেরে খুশি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম