এক ফ্যান, দুই বাতির বিদ্যুৎ বিল সাড়ে তিন লাখ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ফ্যান ও দুটি বাতি ব্যবহার করে এক ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ওই গ্রাহকের নাম মোহাম্মদ ওসমান। তিনি নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ ওসমান জানান, সম্প্রতি বিলের কাগজ হাতে পেয়ে ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে যান তিনি। ব্যাংক থেকে জানানো হয়, নভেম্বর মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। পরে বিদ্যুৎ অফিসে গেলে বিল সংশোধন করে দেওয়া হয়।
গ্রাহক ওসমান আরও বলেন, আমি দুটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করি। ছোট একটা দোকানে ব্যবসা করে জীবন চালাই। ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে বিল দেখে অবাক হয়েছি।
এ ঘটনায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন নাজিরহাট জোনাল অফিসের এজিএম মাহামুদ এনটিভি অনলাইনকে বলেন, নাজিরহাট সাব-জোনাল অফিসের আওতায় দুই কর্মচারী প্রায় ৩০ হাজার গ্রাহকের বিল প্রস্তুত করেন। গ্রাহক ওসমানের ক্ষেত্রে ভুলবশত কিলোওয়াট বেশি লেখার কারণে ডিমান্ড চার্জ অতিরিক্ত চলে এসেছে। অভিযোগ পাওয়ার পর রোববার (৩০ নভেম্বর) ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)