চট্টগ্রামে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
চট্টগ্রামে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী বৈজ্ঞানিক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জাইকার উদ্যোগে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে জাইকার পক্ষে নেতৃত্ব দেন প্রকল্প দলের প্রধান মিস ইউরিকো কুদো। এতে হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে জানানো হয়, মেডিকেল বর্জ্য সাধারণ বর্জ্য থেকে অনেক বেশি স্পর্শকাতর, যার যথাযথ ব্যবস্থাপনা না হলে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকারক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
আয়োজকদের আশা, এ সেমিনারের ফলে মেডিকেল ব্যবস্থাপনায় ইতিবাচক পদক্ষেপ নেওয়া যাবে। এ ছাড়া উদ্যোগটি অন্যান্য হাসপাতালের জন্যও অনুসরণীয় হবে বলে আশা করে সংশ্লিষ্টরা।