যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদসহ মো. রিফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিফাত (৩২) একই এলাকার মো. সিদ্দিক সওদাগরের ছেলে বলে জানা গেছে।
যৌথবাহিনীর অভিযানে রিফাতের কাছ থেকে দুটি এলজি, সাত রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি স্টিল স্টিক ও নয়টি চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া তার হেফাজত থেকে একটি ড্রোন, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছয়টি বাটন ফোন এবং প্রায় দুই লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। অভিযানের সময় রিফাত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তার রিফাতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ওসি আরও বলেন, এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম