চট্টগ্রাম থেকে ভাসানচরে রোহিঙ্গাদের জাহাজযাত্রা
চট্টগ্রাম থেকে ৩৭৯ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে নেওয়া হয়।
এর আগে গতকাল বুধবার রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং বিভিন্ন শিবির থেকে বাসে করে তাদের চট্টগ্রাম আনা হয়। এর মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮জন নারী ও ১৪৯ জন শিশুকে পতেঙ্গা বিএফ শাহীন এলাকার অস্থায়ী ট্রানজিট শিবিরে রাখা হয়। পরে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হয়। নৌবাহিনীর দুইটি বিশেষ জাহাজের মধ্যে একটিতে রোহিঙ্গাদের ও অন্যটিতে তাদের মালামাল নিয়ে যাওয়া হয়।
জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের প্রথম স্থানান্তর কার্যক্রম।
এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে ১৮ হাজার ৪০০ রোহিঙ্গাকে।
২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দলটিকে ভাসানচরে পাঠানো হয়। সেখানে মোট এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।