চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহণ বন্ধ
নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহণ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে থাকা বড় জাহাজ থেকে ছোট ছোট জাহাজে পণ্য খালাস। ফলে সারা দেশে পণ্য পরিবহণসহ সরবরাহে ঘাটতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের মাদার ভ্যাসেল থেকে নদীপথে পণ্য পরিবহণে নিয়োজিত কয়েক হাজার লাইটার জাহাজ পরিচালনা করছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল-ডব্লিউটিসি। তাদের সাথে দীর্ঘ দিন দেন দরবার করার পরেও মজুরি বৃদ্ধি, পরিচয়পত্র, সার্ভিসবুক, সামাজিক নিরাপত্তা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদানসহ ১০ দফা দাবিতে গতকাল রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধের পাশাপাশি কর্ণফুলী নদীর তীরের ১৮টি ঘাটেও পণ্য খালাস বন্ধ রয়েছে। আন্দোলনের শুরুতে একটি ঘাটে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রামে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ।
শ্রমিক নেতারা জানান, বর্তমান বাজারে একজন শ্রমিকের পক্ষে ৫ হাজার ৬শ টাকা দিয়ে চলা সম্ভব নয়। সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করাসহ ১০ দফা দাবি মেনে না নেওয়ার কারণে বাধ্য হয়ে আন্দোলন করছেন।
এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজ জট তৈরির পাশাপাশি পণ্য পরিবহণে সংকট তৈরির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।