চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার কাজল। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহালামারী এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ কাজল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে লহালামারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাজল রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া দৌগাছি গ্রামের বাসিন্দা।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় কাজলকে ৭.৬৫ এমএম দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।