চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমের আম পাড়া শুরু
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমের আম পাড়া শুরু হয়েছে। দীর্ঘ খরার কারণে ফলন ক্ষতিগ্রস্তসহ করোনা পরিস্থিতির কারণে বাণিজ্যিক মন্দার শঙ্কার মধ্যে এই আম পাড়া শুরু হয়।
জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজারবাগানের বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে গতকাল শুক্রবার বিকেলে এ মৌসুমের আম পাড়ার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল।
এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের ৩৪ হাজার ৭৩৮ হেক্টর আমবাগানে এ বছর আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
করোনা দ্বিতীয় ঢেউয়ে জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বৃদ্ধির মধ্যে আম পাড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল আম ব্যাপারী ও ব্যবসায়ীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার সারা দেশে নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।’
এদিকে, টানা খরায় ফলন বিপর্যয়ের শঙ্কার মধ্যে নতুন করে করোনা পরিস্থিতির কারণে এবার ব্যবসায় মন্দাভাব নিয়ে দুশ্চিন্তা করছেন আম ব্যাবসায়ীরা।