চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’

দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় আজ সোমবার দিবাগত রাত থেকে আগামী সাত দিন ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, ‘এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগেরও বেশি, যা দেশের মোট সংক্রমণের পাঁচ গুণের বেশি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা দেশে ঢুকছেন। এর ফলে ভারতীয় ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আগামী সাত দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলো।’
লকডাউনের ফলে চাঁপাইনবাবগঞ্জে রোগী বহনকারী যানবাহন, জরুরি পণ্য ও সেবা পরিবহণ ছাড়া সব ধরনের যানবহন বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে যান চলাচল করবে না। সব বাজারের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে আমের বাজার ও আড়ত পৃথক পৃথক জায়গায় অবস্থানের মাধ্যমে বেচা-কেনা করা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।