চা শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা, ধর্মঘট প্রত্যাহার
চা শ্রমিকদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে নির্ধারণের পর আন্দোলনে থাকা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আজ শনিবার শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে তিনশ টাকা মজুরির দাবিতে অষ্টম দিনের মতো আজও চা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা।
জানা গেছে, গত বুধবার ২০ টাকা মজুরি বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেন শ্রমিকরা, ৩০০ টাকার দাবিতেই অব্যাহত রাখেন ধর্মঘট। তাদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হলে বৃহস্পতিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩০০ টাকা মজুরি দাবি করা হয়েছে। মালিক পক্ষ মাত্র ২০ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। যা দিয়ে তাদের সাংসারিক ব্যয় মেটানো সম্ভব না।
সেদিন বিজয় হাজরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এরপর আজ শনিবার সরকার তাঁদের মজুরি সেদিনের তুলনায় আরও পাঁচ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা ঘোষণা দেন। এরপর ধর্মঘট থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।
আজ বৈঠকে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ হবিগঞ্জ, সিলেট ও চটগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।