চিকিৎসক বুলবুল হত্যা, তদন্ত প্রতিবেদন ২৭ এপ্রিল

Looks like you've blocked notifications!
দন্তচিকিৎসক বুলবুল হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় আহমেদ মাহি বুলবুল (৪১) নামের এক চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এই আদেশ দেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার এজাহার আসলে, বিচারক তা গ্রহণ করে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) রফিকুল ইসলামকে তদন্ত করে ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নথি থেকে জানা গেছে, রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুলকে রোববার ভোর সাড়ে ৫টার দিকে হত্যা করা হয়। তারপর সেখান থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামের একটি ক্লিনিকের মালিক ছিলেন তিনি। তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। 

এ ঘটনায় মিরপুর থানায় বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাতনামা তিনজনকে আসামিকে করে মামলা দায়ের করেন।