চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তারে র্যাবের অভিযান
চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা করছে র্যাব। সেজন্য, আজ রাত ১০টার দিকে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে সংস্থাটি।
আজ রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
আ ন ম ইমরান খান বলেন, আশিষ রায়কে ধরতে তাঁর গুলশানের বাসায় অভিযান চলছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
অভিযানে থাকা একটি সূত্র এনটিভি অনলাইনকে বলেছেন, তাঁকে ইতোমধ্যে র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।