চিত্রশিল্পী কামরুজ্জামান ভাস্কর আর নেই
এনটিভির গ্রাফিকস বিভাগের সিনিয়র অ্যানিমেটর চিত্রশিল্পী কামরুজ্জামান ভাস্কর (৪৫) মারা গেছেন। আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান শিল্পী কামরুজ্জামান ভাস্কর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোডে ভুগছিলেন তিনি।
গতকাল শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে আজ রোববার ভোরের দিকে মারা যান তিনি।
২০০৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এনটিভিতে কর্মরত ছিলেন তিনি।
দেশের অ্যানিমেশন শিল্প যাদের হাত ধরে প্রসারিত হয়েছে কামরুজ্জামান ভাস্কর তাদের অন্যতম। বিখ্যাত মীনা র্কাটুনের নেপথ্যের শিল্পীদেরও অন্যতম একজন এই ভাস্কর।
অ্যানিমেশন শিল্পী হিসেবে ‘শিল্পী আলী আজম স্মৃতি পুরস্কার’সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন কামরুজ্জামান ভাস্কর।
গুনী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং এনটিভি পরিবারের অন্যান্য সদস্যেরা।